Thursday, February 21, 2013

স্তন সম্পর্কিত কিছু অজানা তথ্য | Meyeder Ston somporke kisu ojana tottho

Meyeder dud nia kisu kotha, mayeder ston, Meyeder ston ar kotha, Meyeder dud nia mojar kotha etc.

♥ স্তন সম্পর্কিত কিছু অজানা তথ্য ♥
স্তন নারীদেহের একটি অংশ। স্তন নিয়ে নর-নারী উভয়েরই ব্যাপক আগ্রহ থাকলেও এর অনেক তথ্যই আমাদের অজনা। আজ আমরা স্তন সম্পর্কিত সেই রকম ১৩ টি অজনা তথ্য জানবো।

শাহবাগে নিজের রাজাকার বাবার বিচার চাইলেন এক "নারী"।

এই মাত্র শাহবাগে নিজের রাজাকার বাবার বিচার চাইলেন এক "নারী"।

নিজেই জানালেন, "আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাবা অনেক নারীকে ধর্ষণ করেছে, অনেক মানুষ খুন করেছে। এখন আমি আমার বাবার বিচার চাই। তখন বিচার চাইতে পারিনি, এখন বিচার চাওয়ার জন্যে আমার পাশে আরও ভাই বোনকে পেয়েছি, সাহস পেয়েছি। রাজাকার কারো বাবা হতে পারে না। কারো আত্মীয় হতে পারে না।"

--শাহবাগে সাইবার যুদ্ধ

Morar por "Thaba BaBar" Sorup Unmocon...


আপনি শাহবাগ যাবেন প্রতিটা দিনের মতো। রাজাকারের ফাঁসির দাবীতে।
৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে কলংকমুক্ত করতে।
______________________________________________
"থাবা বাবার" জানাজা করা যাবে কিনা, এটা নিয়ে প্রশ্নের উদয় হয়েছে। কারন সে মুসলিম নামধারী নাস্তিক ছিলো। আমি একটি সহীহ হাদিসের উদৃতি করছি এই ব্যাপারে, যাতে পরিস্কার বুঝা যাবে যে তাকে জানাজার নামাজ পডানো ইসলামসিদ্ধ হবে কি না।

হজরত আব্দুল্লাহ ইবন ওমর (রা) থেকে বর্ণিত, মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করলো, তখন তার ছেলে আব্দুল্লাহ এসে রাসূল (স) এর কাছে আরজ করলো:
হে রাসূল (স), আপনার পরিধেয় কাপডটি চাই আমার পিতার কাফন দিতে। আপনি জানাজার নামাজ পডাবেন এবং আমার বাবার রুহের মাগফেরাতের জন্য দুয়া করবেন।
রাসূল (স) তাঁর কাপড দিলেন এবং যথাসময়ে জানাজার নামাজ পডানোর জন্য প্রস্তুতি নিলেন।

Bangla FB jokes!! Haste Haste more jai..সব সম্ভবের দেশ, আমাদের এই বাংলাদেশ!! তাই আমরা সবই পারি!!


কয়েকটি দেশের ছাত্রকে একই প্রশ্ন করা হল।

প্রশ্নটি হল--"প্রমান করে দেখাও যে, 2/10=2"

জাপানি ছাত্রের উত্তর: “প্রশ্ন কোন মেশিনে ছাপাইছেন? প্রশ্ন ভুল!”
এই কথা শুনে চাইনিজ ছাত্র চুপ!
আমেরিকান ছাত্রের উত্তর: “প্রশ্ন কোন গাধায় করছে?!”
এবার এই কথা শুনে ভারতীয় ছাত্রটিও চুপ!
পাকিস্তানি ছাত্রটি দাঁত বাইর কইরা কেলাইতে যাবে ঠিক সেই মুহুর্তেই বাংলাদেশী ছাত্রের উত্তর:

Sahabager Andolon nia kisu kotha bolte cai...


দলীয় টক শো জীবীদের একটা অংশ শাহবাগের আন্দোলন কে ছিনেমা/ সার্কাস বলে।। মজার ব্যাপার পঞ্চাশোর্ধ বড় মাপের একটা ভুঁড়ি আর কাঁধে চশমা বেঁধে যাওয়া এসব লোক- ব্লগ/ ব্লগার/অনলাইন এক্টিভিস্ট কথাটা এই আন্দোলনের আগে শুনেও নি !! সেদিন দেখলাম একজন ঠিক ভাবে ব্লগার বলতেও পারেন না... !!! তরুন দের শক্তির যোগান কথা থেকে এসেছে এ সম্পর্কে তারা ওয়াকিবহাল নয়, তাই তারা হুট করে এ জাগরন সহজে হজম করতে পারে নি...

সেদিন দেখলাম একজন বলেই ফেলেছে, "এগুলা প্যাকেজ দেশ প্রেম। হুট করে আসছে, হুট করে চলে যাবে।। "... হাসি আসে এগুলা শুনলে।। মুরুব্বী সমাজ এখনো সংবাদ সম্মেলন করে আন্দলনের ঘোষণা , এরপর মাইকিং, টাকা দিয়ে লোক ভাড়া করা ছাড়াও যে আন্দোলন হতে পারে এরা এখনো বিশ্বাস করতে শিখে নি।। সমস্যা নাই, কেবল তো শুরু...

একজন সেদিন বললেন, "এই তরুন প্রজন্ম যেদিন বিশ্বজিৎ কে হত্যা করলো সেদিন কই ছিল??"।। এরা তো ফেসবুক ব্লগ চিনেই না, এরা জানবে কিভাবে - বিশ্বজিৎ হত্যার পর ভিডীও দেখে এদের খুনিদের সবার আগে পরিচয় সহ সামনে এনেছে জগন্নাথের কিছু ছেলে।। বিকল্প মিডিয়া তখন মেইন স্ট্রিম মিডিয়া কে বাধ্য করেছিলো সকল খুনির পরিচয় প্রকাশের... এখন কেউ কেউ বলবেন, মেইন স্ট্রিম মিডিয়া কে আবার বাধ্য করলো ক্যামনে?? মেইন স্ট্রিম মিডিয়া ছাড়াও যদি সাধারন মানুষ খুনিদের চিনতে পারে বিকল্প মিডিয়ার মাধ্যমে, তবে মেইন স্ট্রিম মিডিয়া সেই ক্রেডিট নেওয়ার সুযোগ ছাড়বে কেন?? টিপাই মুখ বাঁধ এর প্রতিবাদে বিরোধী দল থেকেও সাধারন মানুষের মাঝে এই অনলাইন এক্টিভিস্টরাই 'সবার আগে' প্রতিবাদের ভাষা পৌঁছে দিতে পেরেছিলো, সচেতন করতে পেরেছিলো মানুষকে এর ভয়াবহতা সম্পর্কে...যেটার দায়িত্ব ছিল বিরোধী দলের। কিন্তু বিরোধী দল অন্তদ্বন্দ্বের কারনে সেই পল্টন এর মোড় থেকে বেরুতেই পারেনি !!!

আন্দোলন চলছে শাহবাগে... এর শেষ কি হবে জানি না।। তবে এরই মধ্যে আমাদের মাঝের কেউ কেউ তাদের ক্ষোভ- হতাশা প্রকাশ করেছেন ।। এতেই এই আন্দোলন যাদের গায়ে জ্বলুনি ধরায়, তারা ভেবে বসেছেন আন্দোলন শেষ কিংবা আন্দোলন প্রশ্নবিদ্ধ। কিংবা কেউ কেউ "আন্দোলন গেলো গেলো" রব তুলেছেন !! মূলত কেউ কেউ কিভাবে আন্দোলন কে আরও ইফেক্টিভ করা যায়, কিংবা আন্দোলন কেন ইফেক্টিভ করা হচ্ছে না - সেসব বিষয়ে হতাশা/ ক্ষোভ ঝেড়েছেন আন্দোলনের সাথে উতপ্রত ভাবে সংশ্লিষ্টদের উপর।।

Banglar SAGU nia eeeti brittooo !!


দেশে এবছর ছাগলের বাম্পার উদপাদন হয়েছে। মোট ছাগল সংখ্যার সাথে বাড়তি সংযোজন এই ছাগল গুলোকে জনগণ আদর করে 'ছাগু' বলে ডাকে। কিন্তু এই ডাক শুনে তারা আনন্দে আটখানা হয়ে অনলাইনে অফলাইনে যে পরিমানে ল্যাদানো শুরু করেছে তা রীতিমত আশংকা জনক। কিভাবে এই ছাগ সম্পদ কে দেশের কাজে লাগানো যায় তা নিয়ে জনগণ উদ্বিগ্ন। দিলাম কিছু মুশাসিও থিয়োরি :

বৈদেশিক মুদ্রা অর্জনঃ
ছাগুদের বিদেশে রপ্তানী করে আয় করা সম্ভব প্রচুর বৈদে...শিক মুদ্রা। ছাগুরাও এ ব্যাপারে আগ্রহী। জানা গেছে এরই মধ্যে তাদের আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে 'এশিয়ার জাহান্নাম' নামে সুখ্যাত দেশ পাকিস্তান। অজানা কারনে মিয়া-বিবি রাজি থাকা সত্তেও সরকার তাদের বিদেশ পাঠাতে রাজি হচ্ছে না। দেশের তরুন সমাজ তাই ছাগুদের পাকিস্তান পাঠানোর দাবীতে শাহবাগে অবস্থান নিয়েছে। সেখানে ভিসার সুবিধার্থে 'পাকিস্তানের প্রেতাত্মা' সার্টিফিকেটও বিতরন করা হচ্ছে ছাগুদের মধ্যে।

সপ্তাহের দিন গুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুম্মার দিন।

Soptaher dingulir moddher sobceye srestor o tatporjo purno din holo Friday orthat Jumar din.

জুম্মার দিনের পাঁচটি বৈশিষ্ট্য :
১, এই দিনে আদম (আ:)-কে সৃষ্টি করা হয়েছে।
২, এই দিনে আল্লাহ্ তা’আলা আদম(আ:)-
কে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন।
৩, এই দিনে আদম (আ:) মৃত্যুবরণ করেছেন।
৪, এই দিনে এমন একটি সময় রয়েছে,যে সময়ে হারাম
ছাড়া যে কোন জিনিস প্রার্থনা করলে আল্লাহ
তাপ্রদান করেন।
৫, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। তাই আসমান,
যমীন ও আল্লাহর সকল নৈকট্যশীল ফেরেশতা জুমু’আর
দিনকে ভয় করে।