Thursday, February 21, 2013

শাহবাগে নিজের রাজাকার বাবার বিচার চাইলেন এক "নারী"।

এই মাত্র শাহবাগে নিজের রাজাকার বাবার বিচার চাইলেন এক "নারী"।

নিজেই জানালেন, "আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাবা অনেক নারীকে ধর্ষণ করেছে, অনেক মানুষ খুন করেছে। এখন আমি আমার বাবার বিচার চাই। তখন বিচার চাইতে পারিনি, এখন বিচার চাওয়ার জন্যে আমার পাশে আরও ভাই বোনকে পেয়েছি, সাহস পেয়েছি। রাজাকার কারো বাবা হতে পারে না। কারো আত্মীয় হতে পারে না।"

--শাহবাগে সাইবার যুদ্ধ

No comments:

Post a Comment