Thursday, February 21, 2013

সপ্তাহের দিন গুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুম্মার দিন।

Soptaher dingulir moddher sobceye srestor o tatporjo purno din holo Friday orthat Jumar din.

জুম্মার দিনের পাঁচটি বৈশিষ্ট্য :
১, এই দিনে আদম (আ:)-কে সৃষ্টি করা হয়েছে।
২, এই দিনে আল্লাহ্ তা’আলা আদম(আ:)-
কে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন।
৩, এই দিনে আদম (আ:) মৃত্যুবরণ করেছেন।
৪, এই দিনে এমন একটি সময় রয়েছে,যে সময়ে হারাম
ছাড়া যে কোন জিনিস প্রার্থনা করলে আল্লাহ
তাপ্রদান করেন।
৫, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। তাই আসমান,
যমীন ও আল্লাহর সকল নৈকট্যশীল ফেরেশতা জুমু’আর
দিনকে ভয় করে।

No comments:

Post a Comment