Thursday, February 21, 2013

Morar por "Thaba BaBar" Sorup Unmocon...


আপনি শাহবাগ যাবেন প্রতিটা দিনের মতো। রাজাকারের ফাঁসির দাবীতে।
৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে কলংকমুক্ত করতে।
______________________________________________
"থাবা বাবার" জানাজা করা যাবে কিনা, এটা নিয়ে প্রশ্নের উদয় হয়েছে। কারন সে মুসলিম নামধারী নাস্তিক ছিলো। আমি একটি সহীহ হাদিসের উদৃতি করছি এই ব্যাপারে, যাতে পরিস্কার বুঝা যাবে যে তাকে জানাজার নামাজ পডানো ইসলামসিদ্ধ হবে কি না।

হজরত আব্দুল্লাহ ইবন ওমর (রা) থেকে বর্ণিত, মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুবরণ করলো, তখন তার ছেলে আব্দুল্লাহ এসে রাসূল (স) এর কাছে আরজ করলো:
হে রাসূল (স), আপনার পরিধেয় কাপডটি চাই আমার পিতার কাফন দিতে। আপনি জানাজার নামাজ পডাবেন এবং আমার বাবার রুহের মাগফেরাতের জন্য দুয়া করবেন।
রাসূল (স) তাঁর কাপড দিলেন এবং যথাসময়ে জানাজার নামাজ পডানোর জন্য প্রস্তুতি নিলেন।



এই সংবাদ পাওয়া মাত্রই হজরত ওমর (রা) রাসূল (স) এর জামা টেনে ধরে বললেন, আল্লাহ আপনাকে মুনাফিকদের জানাযা পডতে কি নিষেধ করেন নি?
জবাবে রাসূল (স) বললেন, দোয়া করা না করা উভয়ই আমার এখতিয়ার। আল্লাহ আমাকে এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যেমন আল্লাহ বলেন:

"হে রাসূল (স), আপনি তাদের জন্য মাগফেরাত কামনা করুন আর নাই করুন, উভয়ই সমান। আপনি সত্তুর বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাদের ক্ষমা করবেন না।"

অতঃপর রাসূল (স) আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাযার নামাজ পডালেন। তারপর রাসূল (স) এর উপর মুনাফিকদের জানাযার নামাজ না পডানোর নির্দেশ দিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো:

"হে রাসূল (স), মুনাফিকদের মাঝে কেউ মারা গেলে আপনি তাদের কারো কখনো জানাযার নামাজ আদায় করবেন না। এমনকি তার কবরের পাশেও দাডাবেন না।"

সোর্স:
মূল কিতাবের ১৬৯ পৃষ্ঠা
অধ্যায়: কাফনের জন্য জামা দান প্রসঙ্গ
সহীহুল বুখারী

1 comment:

  1. Best Betting Sites USA 2021 - Mapyro
    The Best Online Sportsbooks USA · BetUS – #1 Sportsbook for Live 동해 출장샵 Betting · 여주 출장샵 GTBets – #2 Betting Site 용인 출장샵 for In-Play Betting · 경주 출장마사지 MyBookie – 양주 출장안마 #3

    ReplyDelete